Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

 

খেলাধুলা ও বিনোদন

জেলার বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম ও বিবরণ

ফুটবল . ক্রিকেট , হ্যান্ডবল , ভলিবল , ব্যাডমিন্টন , এবং জাতীয় স্কুল ক্রীড়ার আওতায় , ফুটবল , ভলিবল , হ্যান্ডবল , কাবাডি , সাঁতার , ক্রিকেট , এ্যাথলেটিকস , ব্যাডমিন্টন

জাতীয় পর্যায়ের খেলাধুলা ছাড়াও স্থানীয় পর্যায়ে পাকি খেলা নামে একটি স্থানীয় জনপ্রিয় খেলা গ্রামাঞ্চলে খুবই জনপ্রিয়। স্থানীয়ভাবে দাড়িয়াবান্ধা খেলা চালু রয়েছে।

খেলাধুলার স্থান

ষ্টেডিয়াম , শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ , ক্লাব ও অন্যান্য মাঠ

 

বাৎসরিক অনুষ্ঠিত খেলা

ফুটবল, ক্রিকেট , হ্যান্ডবল , ভলিবল , ব্যাডমিন্টন , এবং জাতীয় স্কুল ক্রীড়ার আওতায় , ফুটবল , ভলিবল , হ্যান্ডবল , কাবাডি , সাঁতার , ক্রিকেট , এ্যাথলেটিকস , ব্যাডমিন্টন

জেলা ক্রীড়া সংস্থা , জাতীয় স্কুল ক্রীড়া ছাড়াও স্থানীয় ক্লাব ফুটবল , কাবাডি , ভলিবল , হ্যান্ডবল , ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করে।

প্রচলিত খেলার সংক্ষিপ্ত বিবরন

ফুটবল , ভলিবল , ক্রিকেট , হ্যান্ডবল , ভলিবল জাতীয় ও আন্তর্জাতিক আইনে পরিচালিত হয় এবং জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা , জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার আইনে পরিচালিত হয়।

জাতীয় পর্যায়ের খেলাধুলা ছাড়াও স্থানীয় পর্যায়ে পাকি খেলা নামে একটি স্থানীয় জনপ্রিয় খেলা গ্রামাঞ্চলে খুবই জনপ্রিয়। স্থানীয়ভাবে দাড়িয়াবান্ধা খেলা চালু রয়েছে।

বাংলাদেশ প্রতিষ্ঠার অনেক পূর্ব হতে পঞ্চগড় সদর উপজেলাটি খেলাধুলায় বিশেষতঃ ফুটবল ও হ্যান্ডবল খেলার ক্ষেত্রে কৃতিত্তের দাবিদার। এরই ধারাবাহিকতায় এ উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম। খেলাধুলা ও বিনোদনের জন্য সাম্প্রতিএখানে গড়ে উঠেছে ডিসি পার্ক। এছাড়া বিনোদনের জন্যে এখানে রয়েছে ৩টি প্রেক্ষাগৃহ, ০১টি সরকারী অডিটোরিয়াম ও জেলা শিল্পকলা একাডেমী।