পঞ্চগড় সদর উপজেলার পটভূমি
পঞ্চগড় সদর উপজেলার নামকরণ পঞ্চগড় জেলার নামকরণের ঐতিহ্য বহন করছে। জনশ্রুতি আছে, গৌড় রাজ্যকে এক সময় বলা হতো পঞ্চ গৌড়। আর পঞ্চ গৌড় হতেই প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণ। অবশ্য বহুল প্রচলিত মত হলো-মীরগড়,ভিতরগড়,হোসেনগড়,দেবনগড় ও রাজনগড় - এ পাঁচ গড় অর্থাৎ মাটির তৈরী দূর্গ-এর নামানুসারেই পঞ্চগড় নামটির উৎপত্তি। এ উপজেলার উত্তরে তেতুলিয়া উপজেলা,দক্ষিণে বোদা উপজেলা, পূর্বে ভারতের জলপাইগুড়ি জেলা এবং পশ্চিমে আটোয়ারী উপজেলা অবস্থিত। বৃটিশ শাসনামলে পঞ্চগড় জলপাইগুড়ি জেলার অমত্মর্ভূক্ত হয় এবং ১৯১১-১৯১২ খ্রিঃ একটি পূর্ণাঙ্গ থানায় উন্নীত হয়। ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির সময় বর্তমান পঞ্চগড় জেলার ০৪টি থানা জলপাইগুড়ি থেকে বিচ্ছিন্ন করে দিনাজপুর জেলার অমত্মর্ভূক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৪৯ সালে এখানে স্থাপিত হয় মুন্সেফ,ম্যাজিষ্ট্রেট কোর্ট,পুলিশ ইন্সপেক্টর ও সার্কেল অফিস। অতঃপর ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারী থানাকে বোদা,দেবীগঞ্জ,পঞ্চগড় ও তেতুলিয়ার সাথে যুক্ত করে পঞ্চগড় মহকুমা গঠিত হয় ১৯৮০ সালের ১ জানুয়ারী। এরপর ১ জুন ১৯৮৩ সালে এটি মান উন্নীত থানায় রূপামত্মরিত হয়। পরবর্তীতে মান উন্নীত থানাকে উপজেলায় রূপামত্মর করা হলে উপজেলা হিসেবে এর কার্যক্রম শুরু হয় ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস