পঞ্চগড় সদর উপজেলার অধিকাংশ অধিবাসীই কৃষি নির্ভর। এখানকার কিছু সংখ্যক লোক পাথর, বালি, কাঁচা সুপারী, ধান, পাঠ সহ অন্যান্য কৃষিজাত পন্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তাছাড়া এ উপজেলার নিম্নোক্ত ৪টি শিল্প কারখানা গড়ে উঠেছে।
পঞ্চগড় সুগার মিলস লিমিটেড
পঞ্চগড় সুগার মিলস লিঃ এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৬৫ সালে এবং সমাপ্ত হয় ১৯৬৯ সালে। মিলটির বাৎসরিক চিনি উৎপাদন ক্ষমতা ১০.১৬০ মেঃটন। ১৯৬৯-৭০ সালে পরীক্ষামূলক উৎপাদন আরম্ভের মধ্য দিয়ে শুরু হয় এ মিলের অগ্রযাত্রা যা আজও অব্যাহত রয়েছে।
জেমকন লিমিটেড
পঞ্চগড় সদর উপজেলার জেমকন লিমিটেড একটি শিল্প প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সনে। দেশের ক্রমাগত বিদ্যুৎ চাহিদার সাথে সংগতি রেখে জেমকন লিঃ প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিনিয়ত SPC পোল উৎপাদন করে আসছে এবং এসব SPC পোল PDB, REB ও বরেন্দ্র বহুমূল উন্নয়ন প্রকল্পের বিদ্যুতায়নের কাজে ব্যবহূত হচ্ছে। এ ছারাও এখানে ব্লক, রাফ টাইলস, ফ্লোর টাইলস তৈরী করা হয়।
মার্শাল ডিস্টিলারীজ
মার্শাল ডিস্টিলারীজ সম্পূর্ণ ব্যাক্তি মালিকানাধীন একটি শিল্প কারখানা। এখানে স্পিরিট উৎপাদন করা হয়।
খাম্বা লিমিটেড
পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের পঞ্চগড়-আটোয়ারী স ও জ রাস্তার পার্শে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এখানে প্রধানত RCC বৈদ্যুতিক খুটি তৈরী হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস