Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাকৃতিক সম্পদ

 

পানি সম্পদ

পঞ্চগড় সদর উপজেলায় মোট জলায়তনের পরিমান ৩৯০.৫ হেক্টর। উপজেলার ভূ-গর্ভস্থ পানির প্রধান উৎস হচ্ছে নদী, নালা, খাল, পুকুর প্রভৃতি। এ উপজেলার উপর দিয়ে চাতরাই, করতোয়া, তালমা ও কুরুমা নদী উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। বর্ষাকালে এসব নদী খরস্রোতা থাকে। শুষ্ক মৌসুমে নদীগুলো শুকিয়ে যায় তবে ক্ষীণ ধারায় পানি বইতে থাকে। চাষাবাদ পদ্ধতি প্রায় বৃষ্টি নির্ভর, তবে কিছু সংখ্যক গভীর, অগভীর নলকূপ, পেট্রোল পাম্প ও হস্তচালিত নলকুপের সাহায্যে সেচের ব্যবস্থা করা হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার উন্মুক্ত লাশয়ের মধ্যে পুকুর, খালবিল, ডোবা ইত্যাদি। এ উপজেলার ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়নি।

 

বনায়ন / বনজ সম্পদ

পঞ্চগড় সদর উপজেলার অর্পিত বনভূমির পরিমান ৪৮৪ হেক্টর। তারমধ্যে ২৮৩ হেক্টর বনায়ন আওতায় রয়েছে। তাছাড়া বনবিভাগ, LGED RDRSরাস্তার পার্শে বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়ন করছে। বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন হিসাবে এ উপজেলার বাসিন্দাগণ গ্রহণ করেছে।

 

খনিজ সম্পদ

পঞ্চগড় সদর উপজেলার সরকারীভাবে কোন প্রকার খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়নি। তবে পঞ্চগড়ের অনেক ইউনিয়নের ভূ-গর্ভে ছোট ও মাঝারি (মিটার থেকে ১০০মিটার গভীরে) আকারে পাথর এবং উন্নতমানের কাঁচ বালি, খনিজ বালি ও মোটা বালি পাওয়া যায়।