গত ২৪.১০.২০২২ খ্রি. তারিখে বিকালে পঞ্চগড় সদর উপজেলার পৌরবাজারে চিনিসহ অন্যান্য পণ্যের বাজার মূল্য তদারকি করা হয়। এ সময় ক্রেতা সেজে একটি দোকান থেকে চিনি ক্রয় করলে দেখা যায় যে, মূল্য তালিকার সাথে দোকানের বিক্রয়মূল্যের মিল নেই। তৎক্ষণাৎ উক্ত বিক্রেতা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪০০০/- (চার হাজার টাকা মাত্র) অর্থ দন্ড প্রদান করা হয়। । মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ মাসুদুল হক, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পঞ্চগড় সদর । এ সময় আরো উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ আব্দুল লতিফ মিঞা ,ভারপ্রাপ্ত কর্মকর্তা, পঞ্চগড় সদর মডেল থানাসহ সঙ্গীয় ফোর্স।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস