Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

সম্মানীত সুধী,

 

আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙ্গালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশের মহান স্বাধীনতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

 

তথ্য প্রযুক্তি নির্ভর জনপ্রশাসনের মুখ্য উদ্দেশ্য জনগণকে তাদের কাঙ্খিত সেবা প্রদান। একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তি নির্ভর জনপ্রশাসন জনগণকে স্বল্প সময়ে দ্রুততার সাথেসঠিক তথ্য প্রদান করতে বন্ধ পরিকর। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও তথ্য প্রযুক্তি নির্ভর একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করার অভিপ্রায়ে দৃপ্ত পদক্ষেপে অগ্রসরমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ সমগ্র জাতির তথ্য প্রযুক্তির পথে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।

 

সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে এ পোর্টালে বিভিন্ন ট্যাব সংযোজিত হয়েছে। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র, গুরুত্বপূর্ণ খবর, নোটিশ, বিজ্ঞপ্তি পোর্টালে নিয়মিত প্রচার করা হয়। এখানে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণের তথ্য, প্রত্যেক দপ্তরের সিটিজেন চার্টার, তথ্য প্রদানকারী কর্মকর্তা, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার তথ্য সন্নিবেশিত রয়েছে। এছাড়াও সংবাদপত্র, এনজিওসহ বিভিন্ন বিষয়ের তথ্য-উপাত্ত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক এতে সংযোজিত রয়েছে। এছাড়া জেলা ওয়েব পোর্টাল থেকে বিভিন্ন প্রয়োজনীয় সরকারি ফর্ম ডাউনলোড করা যাবে। জানা যাবে পাসপোর্টসহ বিভিন্ন লাইসেন্স/পারমিট প্রাপ্তির নিয়মাবলী/শর্তাবলী, কোন শাখা হতে কি কি সেবা কি নিয়মে/ পদ্ধতিতে এবং কত সময়ে প্রদান করা হয়, ইজারা বিজ্ঞপ্তি/নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন নোটিশ/অফিস আদেশ ইত্যাদি।

 

ডিজিটাল বাংলাদেশ গড়ার পর সরকারের পরবর্তী লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। চতুর্থ শিল্পবিপ্লবের নানা অনুষঙ্গ ধারণ করে সরকার তরুণদের প্রশিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভার্নমেন্ট, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট শিল্প করকারখানা ও ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, কৃষিসহ সকল ক্ষেত্রে রোবোটিকস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টোকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জৈব প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সকল ক্ষেত্রে গবেষণার উপর জোর দেওয়া হয়েছে।

 

উন্নয়নের এই মহাসড়কে দেশের প্রতিটি অগ্রগতিতে আমরা থাকব যুথবদ্ধ হয়ে। সোনার বাংলাদেশে গর্বিত বাঙালি হিসেবে 2041 এর বিজয় রথে আসুন সকলে কাজ করি পরম দৃঢ়তায়; এগিয়ে চলি বিজয়ের চেতনায়। প্রযুক্তিগত ‍উৎকর্ষ ও সহজলভ্য তথ্য প্রদানে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা ওয়েব পোর্টালটিকে স্বয়ংসম্পূর্ণ ও হালনাগাদ করে তুলতে আমারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

আপনারা আরও খুশি হবেন যে, পঞ্চগড় সদর উপজেলা ইতোমধ্যে শতভাগ স্কাউটিং এর উপজেলা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একইসাথে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় জেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হয়। জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় উক্ত সকল কাযর্ক্রমে পঞ্চগড় সদর উপজেলা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়।